লেখক – লাবিব মাহফুজ চিশতী
খোদের মাঝে দেখলে খোদা
মেরাজ তারে কয়,
খোদা আপন ঘরে রয়।
আপন চেনার জানলে সাধন
মিলবে তাতে অমূল্য ধন,
আপন ঘরে সাঁই নিরাঞ্জন
ঢুড়লে অজুদ পাওয়া যায়।
আত্মজ্ঞানে জ্ঞানী যারা
চৈতন্যরূপ আত্মহারা,
সদায় থাকে রূপ নিহারা
নয়নে রূপ সর্বময়।
যে জনা হয় আশেক তারি
আত্মজ্ঞানে পায় সে হরি,
লাবিব রইল ভ্রমে পড়ি
ডুব না দিয়ে আপনায়।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ১৪|০৯|২০২৫ খ্রি.
