আপন ফাউন্ডেশন

সংগীত – আমার আরতো জায়গা নাই

Date:

সাবস্ক্রাইব করুন

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমার আরতো জায়গা নাই
তুই বিনে কে এমন দরদ
চরণেতে দিবে ঠাঁই।

ও দয়ালরে
আরতো আমার নাই ভরসা, নাই আর সাহস মনে
পাপে তাপে জীর্ণ দেহ, করেছি অজ্ঞানে।
মাঝি হইয়া এ নিদানে, তরী নাও কূলে ভিড়াই।

ও দয়ালরে
মালিক যেমন কুকুর পোষে, অনুগত দাস
তেমনি আমায় রেখো দয়াল, না কইরো নিরাশ।
তোমার চরণ বিনে নাই আর আবাস, কভূ যেন না হারাই।

ও দয়ালরে
ক্ষমা দয়া গুণ তোমারী, তাইতো করি আশা
অকূল সাগর ভয় নাই আমার, হিমেল শাহ ভরসা
লাবিবের আকূল তিয়াসা, কল্পতরু সাঁই।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ১৫|০৯|২০২৫ খ্রি.

সাবস্ক্রাইব করুন

More Posts