লেখক – লাবিব মাহফুজ চিশতী
আসমান জমিন খুঁজে খুঁজে, কি পেয়েছো পাষাণ মন
সিরাতে মিলিবে সুরত, বেলায়েতী নিদর্শন।
লা ইলাহা অনন্ত নাস্তি, ইল্লাল্লাতে আল্লাহ হাস্তি
তৌহিদে নূর বুতপারাস্তি, এ জগতে দৃশ্যমান
দেখে শুনে সাবেত করা জ্ঞানীজনার হয় বিধান।
ছিল সেরূপ লা ইলাহা, পঞ্চ শক্তি পঞ্চ রাহা
নবুয়তে প্রকাশ তাহা, ইল্লাল্লাতে বর্তমান
জাহের বাতেন উভয় তনে, দেখো মুহাম্মদী শান।
জালাল জামাল সিফাত খোদার, প্রকাশ হয় রাসুলের মাঝার
নূর আলা নূর ভেদের খবর, জানিলে হয় কামেলীন
লাবিব বলে এরূপ সেরূপ, উভয় তনে একই জন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 30/09/2025
