সংগীত – না বুঝিয়া লানত বেড়ী

লাবিব মাহফুজ

না বুঝিয়া লানত বেড়ী
নিল আজাজিল,
বুঝল না সে আদম সুফির
কি হয় তার আকল।

মাটির আদম স্থুল দেহে
আত্মারূপ অস্তিত্ব বহে
কি সে বস্তু কোন সে রাহে
না বুঝলে ইবলিশ মোয়াক্কেল।

আদমের সিনাতে যে জ্ঞান
সে জ্ঞান আজ আমারি সন্ধান
ভেদ জানলে মুমিন না জানলে নাফরমান
কোরান দেয় দলিল।

আদমেরে সৃজিয়া খোদা
প্রকাশিলেন প্রেম সুধা
অধম লাবিবের গেলনা মনের ধাধা
আধারেই মোর আবাসস্থল।

রচনাকাল – 20/05/2014

আপন খবর