আপন ফাউন্ডেশন

সংগীত – ইল্লাতে আছেন আল্লাহ

Date:

সাবস্ক্রাইব করুন

লেখক – লাবিব মাহফুজ চিশতী

ইল্লাতে আছেন আল্লাহ, চিনলে তারে দেখা যায়
লা ইলাহা ইল্লাল্লাতে, আশেক জনার মেরাজ হয়।

কলেমা নয় পাঠ্যবস্তু, কলেমাতে রূপ সাব্যাস্ত
নাস্তির মাঝে আছে ন্যাস্ত, অনন্তরূপ নূরময়
তাহকিক সাপেক্ষে কালাম, পড়লে সেজন মুমিন হয়।

মানবও সুরতের মাঝে, খোদার সুরত আছে মিশে
চিনলো যেজন সে পেয়েছে, দীল হয়েছে রৌশনময়
মিল্লাতে ইব্রাহিম সাবেত, আইনালে তার পরিচয়।

নবীর দূর্গ লা ইলাহা, চিনলে পাবি খোদার রাহা
পাঁচে সাতে কায়েম যাহা, তৌহিদেরী দরিয়ায়
লাবিব বলে নয়ন খুলে, দেখা কলেমা সর্বময়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 30/09/2025

সাবস্ক্রাইব করুন

More Posts