কবিতা – বৃষ্টি

লাবিব মাহফুজ

আজকের বৃষ্টিটা অন্যরকম!
গভীর ব্যাথায় ব্যাথিত কারো –
ডুকরে ডুকরে কেঁদে ওঠার মতো।

সাথীহারা বিহগের দূরপানে
অনিমেষে তাকিয়ে থাকার মতোন।
এক উদাস করা উপলদ্ধির –
আমন্ত্রণ নিয়ে এসেছে এ বৃষ্টি!

অনেক দূরে কারো বাঁশি বাজবে!
এ যেনো কান পেতে থাকা সুদূর প্রতিক্ষা।

কার যেনো ডাক দূর মায়াবতীর তীর থেকে
ভেসে ভেসে আসছে!

অন্যদিনের বৃষ্টিতে মন চঞ্চল হয়,
আজকের বৃষ্টিতে মন উদাস হচ্ছে!

রচনাকাল – 15/04/2016

আপন খবর