সংগীত – পাথরের আঘাত ও মন

লাবিব মাহফুজ

পাথরের আঘাতও মন
সইতে পারে এমন
কষ্ট জীবনে বহু এসেছে,
দুদিন চোখের জলে ঝড়ে সে যন্ত্রণা
নিরিবিলি বিদায় নিয়েছে।
পেয়েছি যতই যাতনা আমি তা
এ হৃদয় সইতে পেরেছে।

কেনো তুমি আজ প্রিয়া একটি কথাতেই
কেমন যাতনা দিলে হৃদয়ে,
কাঁদলেও হাজার জনম জানি এ ব্যাথা
যাবেনা অশ্রুজলে ঝড়িয়ে।
তোমার দেওয়া এ যন্ত্রণা পেয়েই
জীবন আধারে ডুবেছে।

ভালোবাসি ফুল তাই কাটাতে করিনা ভয়
ফুলকে ভালোবেসে,
পাপড়ী ছুঁতেই কেনো বিধলো কাটা মোর
এ জীবন ঝড়িলে সুবাসে।
বসন্ত সমীরণ লাগলোনা গায় তবু
কোকিলের গান মন শুনেছে।

রচনাকাল – 15/03/2011

আপন খবর