লাবিব মাহফুজ
মানবীয় অজুদ মূলে, নারী পুরুষ করছে খেলা
আদমে তাঁর লীলা রে মন –
আদমে তাঁর লীলা!
বানাইয়া অজুদ আদম, ফুঁকিলেন সাঁই আপনা দম
পাঁচ সাতে বারো গঠিলে, মিটাইতে প্রেম জ্বালা!
বস্তু-গুণের সম্মিলনে- হইলো ঘর উজালা
নারী পুরুষ এরেই বলে, মানবতনে উভয় চলা!
আল্লার নূর আর নবীর নূরে, জালাল জামাল দুইটি ধারে
চন্দ্র সূর্য নিহার করে, চেহেলতনে তোলা!
দেহে পুরুষ নারী চিনে, সাধন কর এই বেলা
লাবিব বলে রিপু বশে, কেনো মরলি ও মন ভোলা!
রচনাকাল – 18/08/2020