লাবিব মাহফুজ
করিতে চাহি তব স্তব হে স্বামী হে জগৎপতি
এ ধরায় ক্ষুদ্র আমি, কি করে প্রকাশি তব বিভূতি!
চরাচর ব্যাপিয়া তব করুণা বারি
সঞ্চারে হে মহীয়ান, হে করুণাধারী
তব কৃপা বিন্দু লয়ে শিরে, গাহি নাম বংশী সুরে
স্তব শুধু দিও মোরে, সাধনও মুরতী।
ত্রিকালে তুমি সর্বভূতে, বিরাজিছ সর্বঘটে
ভ্রমিয়ে জগৎময়, লইলে আসন হৃদয় পটে
নোয়ায়ে শির রাঙা পায়, সঁপিলাম এ প্রাণ তোমায়
তব আশীষ ভিন্ন এ অভাগার শুধুই দুর্গতি।
তীর্থ মন্দির সমজিদে আর তোমারই তরে
খুঁজিবো না কভূ আর, ধুলি ভরা প্রান্তরে।
সপ্ততলার উপর কোঠায়, লয়ে তব নাম রূপময়
অধম লাবিব গাইবে নেচে, সাধন সন্ধ্যা আরতী।
রচনাকাল – 01/01/2013