লাবিব মাহফুজ
আপন ভুলে প্রাণের মূলে
তারে বাধতে যেজন পারে,
সেই তো পায় ঐ শ্রীচরণ
ভাব দরিয়ার তীরে।
কোরান বাইবেল বেদ বেদান্ত
শাস্ত্র আদির নাইরে অন্ত
পাইতে তারে প্রাণ মহন্ত
সকল ত্যাজি ধরো তারে।
দয়াল প্রেমে মত্ত হও মন
জাগবে দীলে রূপ নিরঞ্জন
প্রেমময় সে চায় প্রাণের টানে
রাখ তারে দীলের ঘরে।
ভালোবেসে ডাকো দয়াল,
সে তো তোমার প্রেমের কাঙাল
সে ভক্তিডোরে বাধা চিরকাল
আশেকের অন্তরে।
রচনাকাল – 03/08/2019