সংগীত – কূপেতে আবদ্ধ যে ব্যাঙ

লাবিব মাহফুজ

কূপেতে আবদ্ধ যে ব্যাঙ
ভাবে নিজেকে রাজা,
কূপের বাইরে আসলে তাহার
ভাঙে মনের ভুল বুঝা।

ছিলাম আমি মাটির কুয়োয়
বাইরে এসে দেখলাম আমায়
আমারও মনের দরজায়
দেখলাম আমি জগৎ রাজা।

আবদ্ধ অন্তরে অচিন পাখি
নিরবে থাকে দেয়না উঁকি
আয়নার সামনে দাড়ালে দেখি
আমি জগৎময় সাজা।

অধম লাবিব আধার হতে আলোকে
এসে দেখে রূপ পলকে
নয়নে নয়নে হেরিয়ে সে রূপ
ওসে রূপ বিহারী মহারাজা।

রচনাকাল – 14/09/2013

আপন খবর