সংগীত – খবর নিও দেহ তরীর

লাবিব মাহফুজ

খবর নিও দেহ তরীর
গাফেল হয়ে থেকো না,
সাধনার ধন কত নিকটে
দূরে ভাবলে পাইবে না।

পঞ্চ আত্মার মাঝে পরমাত্মা হয়
যারে খোদা ফিরিতে কয়,
পূর্বস্থলে- যেথা শান্তিতে রয়
সে আত্মারে চিন না।

ধাতু আত্মা বৃক্ষ আত্মা
পশু আত্মা আর বিচার কর্তা
কাহার কি কাজ জানিও বার্তা
না জানলে সাধন হবে না।

পাঁচটি আত্মা এই দেহে বিরাজে
কোথায় থাকে কে কোনসে কাজে
ধরিবে যা যাবে সেই সমাজে
অধম লাবিবের জ্ঞান হলনা।

রচনাকাল – 14/06/2014

আপন খবর