লাবিব মাহফুজ
দুই দিনের লাগিয়া মোরে
পাঠাইছো এ মাঝ দরিয়ায়
যার বড় বড় তরঙ্গতে
পরান যে মোর কাপে হায়।
কত সাধু মহাজনে
এ পথে চলছে নির্জনে
আমি পারবো কি গো তাদের সনে
তরঙ্গ মালা সাতরায়।
কত শত নাগর হেনা
ডুবিয়া যাইতেছে বৃথা
আমি হইনা কি গো তাদের মিতা
সে ভয়ে প্রাণ উথলায়।
সঠিক পথ কন্টকও ধারী
অধম লাবিবের জিবনও তরী
যাইবে কোন ভেলা ধরী
দয়াল দেখাও সে উপায়।
রচনাকাল – 16/05/2014