কবিতা – স্বার্থক জিবন

লাবিব মাহফুজ

আমার দেশের তরে
জিবন দিতে বলি,
প্রস্তুত আমি! ‍যদি আসে ডাক!

আমার বুকের রক্তে যদি
অনুজেরা পায় সাহস,
আমার প্রাণের বিনিময়ে যদি
ওরা কাটায় সর্ব ত্রাস –

ওদের মাঝেই বাঁচবো আমি
এই মনে করে,
তুচ্ছ এ জিবন ধূলায় লুটাবো
আপন মায়ের তরে।

মরিতে ভয় পাই না আমি
তোমার জন্য যদি জিবন যায়গো মা
আমার মৃত্যু স্বার্থক!
আমার বুকের রক্তে যদি
পবিত্র হও তুমি –
তবে, সে রক্ত, রক্ত নয়গো
সে যে, এক প্রেমিকের প্রদৃপ্ত প্রত্যয়ে
অহংকার ময় আবেগ।

রচনাকাল – 10/10/2012

আপন খবর