আপন ফাউন্ডেশন

সংগীত – অবুঝ মনরে

Date:

Share post:

লাবিব মাহফুজ

অবুঝ মন রে
কি কার্য তুই করলি ভবে, পারের ও লাগিয়া।
যেদিন ডাক আসিবে যাইতে পারে
সেদিনের কথা ভাবিয়া।

যেদিন স্ত্রী পুত্র, সহায় সম্পদ, সবি রবে পড়ে
অসহায় একাকী মন তুই, থাকবি অন্ধকার।
ইহকালের কর্ম সেদিন তোর হবে আশার বাতি
বিশ্বাস কর্ম অতল সাগর, নিবে পাড়ি দিয়া।

যেদিন আপন যারা পর হইবে রাখবে না আর মনে
দুনিয়ারও ভোগ বিলাস আমায় জ্বালাইবে দংশনে।
চক্ষু থাকতে এই দুনিয়ায় আমি চিনলাম না তাহারে
সেদিন অন্ধ করে উঠাইবে হাশরেতে নিয়া।

যেদিন চলে যাবে আমায় ছেড়ে সব, আত্মীয় স্বজন
পরিতাপের আগুন লয়ে বুকে,করবো ‍বৃথা কালক্ষেপন।
সেদিন পাপী কইয়া মুর্শিদ আমায়, ফেলনা আধারে
অধম লাবিব কান্দে পারঘাটারও ঘাটে দাড়াইয়া।

রচনাকাল – 17/11/2013

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles