কবিতা – ইচ্ছা

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমি হবো একজন বিখ্যাত কবি
মানসপটে আঁকবো আমি সারা বিশ্বের ছবি।

ন্যায় অন্যায় তুলে ধরবো দিগন্ত পানে
অন্ধকার দূর হবে আলোর টানে।

কবিতায় করবো আমি সত্যের প্রকাশ
যার মাঝে হবে সুন্দর সত্যের উদ্ভাস।

কবিতায় করবো আমি অন্যায়ের প্রতিবাদ
যার মাঝে প্রকাশিবে সুন্দর এক প্রভাত।

কবিতা দিয়ে করবো সুন্দর বসুন্ধরা কে
যার প্রতি শাখায় শাখায় পাবে আমাকে।

রচনাকাল – 19/05/2010
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর