লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. বিধাতা মানুষের ভালোবাসা চায় বলেই তার জন্য মানুষ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না।
2. মরমে আমার পরম-দিশা তখনই জাগ্রত হবে যখন আমার কনক-কানন এর ফুল-ফল তোমারই রঙে শোভিত হবে।
3. মানব চিত্তের অসীম গগণে সীমার বন্ধন আনাই মৃত্যু।
4. ব্যার্থতার তিলকচন্দনই সফলতার দেবপ্রদত্ত আশীর্বাদ।
5. আমার সকল চাওয়া পাওয়ার অবসান প্রভু একটি চাওয়াতে। আর তা হলো আপন অস্তিত্বকে তোমার অস্তিত্বে অস্তিত্ববান করা।
6. তোমার প্রেমের বিন্দু স্ফুরনেই আমি প্রেমিক।
7. আপনার আপনত্বে নিহিত নিরন্তর মহিমাই একমাত্র আরাধ্য।
8. শয়তান হলো অখন্ড আমিত্বের অস্বীকৃতি পরায়ন প্রবৃত্তি।
9. ভোগ নয়, ত্যাগ যখন চিত্তে আনন্দ সৃষ্টি করে, তখনই শুরু হয় মুক্তির পানে নিরন্তর পথচলা।
10. আশেক জনার বিধানই হচ্ছে এই যে, সে সদা সর্বদা মাশুকের রূপ দর্শনে নিমগ্ন থাকবে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী