লেখক – লাবিব মাহফুজ চিশতী
হযরত মুহাম্মাদ আল্লার রাসুল
বিশ্বনবী এবং ছিল মহামানব,
দুনিয়ার পরে সত্য জাহির করলো
হেরে গেলো যত ছিল জালিম দানব।
আসমান হতে সত্য জমিনে আসলো
মুক্তি পেলো দোজাহান দূর্ভাগা গরিব
সত্যের কান্ডারী তুমি ছিলেনা নিরব
শক্ত হাতেই শান্তির ধরেছিলে হাল।
অনেক বছর আগে কই গেছো চলে
স্বপ্নেও কি হায় পাবোনা তোমার দেখা,
কিন্তু আজকে তোমার ইহসান ভুলে
কেনো আমরা হায় চলছি আঁকাবাকা।
তোমার ঐ জীবনীটা আদর্শের ছলে
থাকে যেনো চিরকাল হৃদয়েতে আঁকা।
রচনাকাল – 01/01/2011
লেখক – লাবিব মাহফুজ চিশতী