কবিতা – সাফল্যের আলিঙ্গন

লাবিব মাহফুজ

বিপদকে সব তুচ্ছ করে
এগিয়ে যাবো সামনে,
যতই আসুক বাধা ও ঝড়
মানবোনা হার এ জীবনে।

সামনে আমার সোনালী দিন
ডাকছে আমায় করতে রঙিন,
আমার এ অদম্য শক্তিবলে
পরিশোধ করবো সকলের ঋণ।

যেতে হবে আমাকে ঐ বহুদুর
সারাপথ কষ্ট আর ব্যাথায় মুখর,
সাহস আর ধৈর্য সঙ্গী করে
যাব আমি যেখানে সাফল্য সুর।

সইবোনা কখনই পরাজয় গ্লানি
এ জীবনে শুধু এতোটুকু জানি,
যাব আমি ততদূরে, যতদূর
সাফল্য আগাবে আমায় করতে আলিঙ্গন।

রচনাকাল – 02/12/2011

আপন খবর