কবিতা – ফানাফিল্লাহ

লাবিব মাহফুজ

হে মূঢ়, হে অজ্ঞান
জন্ম-অন্ধ! অতি নির্বাসিত অভাজন!

ছাড়ায়ে রাখিছ আপন স্বত্ত্বা, ত্রিজগৎ হতে
ভুলিয়া আপন পরিচয় তোমার, চড়িয়াছো কু-রথে!

যে রথধারী লানতধারী আযাযিল শয়তান
লাগাইয়া যে মায়ারশি সবে, দোযখে মারিবে টান!

সে নাগপাশ ছিড়িয়া হে জীব, ফির সঠিক মঞ্জিলে
যেথা দয়াময় আছে প্রতীক্ষায়, লইতে তোমারে কোলে!

সেই মঞ্জিল পানে ধাবিত হও, পতঙ্গ সম প্রদীপে
পুড়িয়া মরো মরিবার পূর্বে, ফানা হও প্রিয় স্বরূপে!

রচনাকাল – 25/10/2014

আপন খবর