লাবিব মাহফুজ
মোর হৃদয় বনের শ্যাম কাননে
ফুটছে রাঙা জবাদল,
মুঞ্জুরিছে অসীম আলোক
নিত্য প্রেমের শতদল।
আজ চকোর সম চাঁদের সনে
হৃদ বাসনা জাগিছে প্রাণে,
তোমার তরে সমর্পিতে
শ্যাম আরতী অনর্গল।
আজ উঠিছে ফুটিয়া ভক্তিলতা
হৃদ রাগিনী সমর্পিতা,
নয়ন দিশা কৈলাস ভেদী
চরণ আলোয় অচঞ্চল।
রচনাকাল – 11/10//2018