লাবিব মাহফুজ
মোর এ নিবেদন, তোরি তরে শুধু
চরণ পরেতে তোরি, নোয়াইতে শির,
তোরি আশিষ ধারায় প্রাণ, করিতে সুন্দর।
বিশুষ্ক তৃষিত প্রাণ যেমনি ধরায়
চাহে সদা চাতক সম জলধী ধারায়,
স্নাত হোক প্রাণ তেমনি তোরি উচ্চ মহিমায়
অনিত্য ভূবনে জাগুক, স্বপন বিভূর।
নব বরষা সম ভাসায়ে সকল
আসিবে প্রেম তোর, ভাসায়ে দুকূল,
সে সুধা মিলনে প্রাণে জাগিবে মাতাল
তোর চরণে শরণ নিয়ে মরিতে আবার।
রচনাকাল – 11/10//2018