লাবিব মাহফুজ
জিবন আমার যখন মেলিলাম আলোয়
নিরবধী নিরখিতে আমার আপনায় –
তোমার বিশ্বলোকে, অন্তহীন অঙ্কুরে
প্রদীপ্ত মোর দিগ্বলয়, তোমার চরণ মুকুরে!
যবে চাহিলাম, হে প্রিয়, হে মহান
রুদ্ধশক্তি, রুদ্রদুয়ারে, তুলিল তান্ডব নর্তন।
আসিলে তুমি এ কিঙ্করে, এ হীন জনে
আলোক দীপ্তি লয়ে, এ আধারে, এ চিত্ত কাননে
করিতে স্বরণ আপনায় –
আমারে, আধারে, চরণ আলোয়।
কৃপা ভরে লইলে মোরে, তব চরণে প্রভু
ঐ শ্রীচরণ হারা মোরে, না করিও কভূ।
রেখ তোমাতে সদা, করে তোমাময়
রেখ আমায়, ঐ চরণ আলোয়।
রচনাকাল – 23/10/2018