লাবিব মাহফুজ
যে সুখ সুধা প্রতি অঙ্গে আমার
আনে শিহরণ দোলা,
যে স্বপন করে পরাণ আমার
মহিমাময়, উজ্জলা!
সে তো আমার আদী অন্তহীন
বিরাট বিশাল প্রাণ,
যে প্রাণের প্রতি কানায় কানায়
তব চরণ সুধা করে বিরাজন।
হে মোর প্রভু, হে দয়াময়
তব চরণ অমূর্ত ধারা,
যেনো চিরকাল মোরে রাখে এমনি করে
করিয়া আপন হারা।
আমার বিপুল তনু মন প্রাণ
বিলীন তব রাঙা চরণে,
হারায়ে আজিকে নিজের সকল
তোমারে পেয়েছি স্বরণে।
রচনাকাল – 26/04/2019