কবিতা – ভালোবাসি

লাবিব মাহফুজ

বুঝেছি আজ, কেন যে তোরে
এত যে ভালোবাসি,
ও প্রাণের পরশনে, কি আশা জাগে মনে
কি তৃষা বেঁধে নয়নে, ছুটে ছুটে আসি!

কেন যে তোর অনুরাগে হায়
হৃদয় মালাখানি ও পায় লুটায়
কেন যে তোর চাহনীচ্ছটায়, অনন্ত পুলক ধারায় ভাসি!
কেনযে তোরে এতো ভালোবাসি!

রচনাকাল – 10/10/2017

আপন খবর