কবিতা – আপনার আপন

লাবিব মাহফুজ

আপনারে পাইতে যবে আপনার করে
আসিলাম ছুটিয়া তব বাহু ডোরে
তোমার অনন্ত পূর্ণতায়,
মোর শুণ্য সকল করিতে বিলীন
তোমার চরণও ছায়।

আপনারে খুঁজতে যবে আপনার তরে
তব ঐ অপরূপ স্বরূপ মাঝারে,
তোমার নিগুঢ় আপনায়,
মোর চিত্ত তোমার অটল সত্ত্বায় অনির্বাণ
মোহশুণ্য, শুণ্যে ধায়।

আপনার বুঝতে যখন আপন স্বাকারে
দাড়াইলাম অন্তহীন তোমার দুয়ারে
তোমা করুণা প্রার্থনায় –
অসীম সে নিত্যালোকে বাধিতে জিবন
জিবনের সকল সাধনায়।

রচনাকাল – 08/08/2018

আপন খবর