লাবিব মাহফুজ
তবু তো পারবো না থাকতে
বেশিদিন, এ কাননে, এ সুধারং মাখতে!
দেহের প্রতি অঙ্গে –
তোমার বাঁশরীর সুর বাঁধতে।
পারবো না থাকতে।
যেতে হবে বহুদুর, অজানা স্বপ্ন সুর
আজো তাই তাড়িয়ে বেড়ায়,
আমার প্রাণের কান্না অনন্ত বাসনা
বয়ে যায় বিরহীনি দক্ষিনা সমীর।
পরশে সে মায়া অন্তহীন সে ধূপছায়া
আজো বলে যায় চলে আয় আপনার ঘর –
ছেড়ে আয় বিনাশ লীলার অকুল পাথার!
হে উন্মাদ এ তো নয় তোর তরে দান
এ তো ক্ষনিক সুখ, অতৃপ্ত চাওয়া
এথা তোর প্রাণ আজ হারাবে তার ধন।
আসিবে অনল দহন, জ্বলিবে হৃদয় কানন
তবু তুই অভিশপ্ত এ অনল মায়ায় –
কোন সুখে ত্যাজিবি আপনার আপন!
কোন রঙে রাঙাবি হৃদয় কানন!
চলে আয়, চলে আয়
ফিরে দেখ আজ তোর আপন স্বপন
চলে আয়, এ তো মায়া
এথায় থাকা নাহি যায়।
চলে আয়।
রচনাকাল – 01/07/2018