সংগীত – নিরিখ রেখে নয়ন কোনে

লাবিব মাহফুজ

নিরিখ রেখে নয়ন কোনে
রূপ নিহারে চলো মন,
ঐ শ্রী চরণে পরান বেন্ধে
দেহ করো বৃন্দাবন।

ঐ রূপ রহে যার আঁখিনীড়ে
সেই তো ভবে প্রেমিক ওরে
সে রয় পরম প্রভুর উপাসনায়
দীল কাবাতে সর্বক্ষন।

চাতক সম ঐ রূপের লাগি
দিবানিশি রইও জাগি
কভু ফিরাইও না ঐ রূপ হতে
নয়ন তোমার অনুক্ষণ।

দায়েমী নামাজী হয যে জনা
তার আঁখিতে রূপ উপাসনা
লাবিব বলে সেই তো ভবে
পায় দয়ালের শ্রীচরণ।

রচনাকাল – 10/08/2018

আপন খবর