সংগীত – বস্তুতত্ত্ব আশ্রয় করে

লাবিব মাহফুজ

বস্তুতত্ত্ব আশ্রয় করে
গুণের প্রকাশ মানুষে,
গুণমনি পরোয়ারে
মানুষেতে রয় মিশে।

এই মানুষের দেহ ভূবন
যতন করে সাঁই নিরঞ্জন,
গুনেতে করিল গঠন
স্বরূপ নিবাসে।

আশ্রয় তত্ত্ব মানব ভান্ড
জাত সিফাতে রয় অখন্ড,
আয়াত রূপে এ ব্রক্ষান্ড
রয় মানব সকাশে।

যার হয়েছে মানুষ সাধন
সে মানুষ রূপে পায় পরম ধন,
লাবিবের এই আধার নয়ন
উজ্জল কর নূরীতন।

রচনাকাল – 03/11/2020

আপন খবর