কবিতা – কিছু চাঁদ

লাবিব মাহফুজ

একবার সারারাত তাকিয়ে ছিলাম
পূর্ণিমার চাঁদের দিকে!
দুপুর রোদে যেভাবে ধীরে ধীরে
ম্রিয়মাণ হয়ে যায় ঘাসফুল –
ঠিক সেভাবেই চাঁদটি ম্লান হয়েছিল আমার দৃষ্টিসীমায়!
রেখে গিয়েছিল কিছু আবছায়া, জোছনার গোধূলী!
কিছু কিছু চাঁদ, যার ছোপ পড়েছিল হৃদয়ে!

আবেগতাড়িত কিছু চিন্তা!
বিতাড়িত সেই জল্পনা গুলো আজো জাপটে ধরে আমায়!
কে যেনো টানে, চাঁদের পানে, জোছনায়
কবিতার নেশাগুলো! মাঝরাতে,
হাতে কাগজ কলম নদীতীরে দাড়িয়ে লিখে যাওয়া
আফ্রিদিতির অভিসার- আর কিছু কিছু উদ্ভট শিহরণ!

আর একটি রাত জোছনা দেখতে চাই! কাগজ নয়,
একটি হৃদয় হাতে নিয়ে!
মিটমিট করে জ্বলতে থাকা ভালোবাসার জোনাকীটা
বুকপকেটে পুরে! একটি কবিতা লিখতে চাই,
ভাষাহীন, চোখে চোখে…
সদ্য বাধভাঙা জোয়ারের ছন্দে!
ঠিক অনেক দিন আগের মতো!
একদম আমার মতো করে!

রচনাকাল – 14/10/2020

আপন খবর