সংগীত – ভালোবাসিবো তোমায় জন্ম জন্মান্তরে

লাবিব মাহফুজ

ভালোবাসিবো তোমায়, জন্ম জন্মান্তরে
শান্তি মুক্তি প্রভু, না চাই আমি কভূ
শুধু তুমি রহিও মোর, হৃদয় অন্দরে।

এ ধরার রূপে রসে যত পারো প্রিয়
তব শ্রী রূপ হেরিতে প্রভু, আমারে পাঠাইও।
শত যাতনা দিয়া, ব্যাথা বানে ভাসাইয়া
জাগাইয়া রেখ তব রূপেরও পসারে।

এ ধরার যত পাপ মোরে করো পাপী
শুধু তব নাম রূপ, রাখো হৃদয়ে ছাপি।
যথায় নাম তোমার, তথায় স্বর্গ মোর
চিরকাল রব সেথা তোমারই তরে।

রচনাকাল – 23/09/2020

আপন খবর