আপন ফাউন্ডেশন

কবিতা – সমর্পণ

Date:

লাবিব মাহফুজ

আমি ফিরে ফিরে আসি ঐ চরণ আলোয়
পতঙ্গ সম পুড়াতে নিজেরে অনস্তিত্বের মত্ততায়!

নাই নাই আজ, গুণ-রূপ-সাজ, জগৎ চরাচরে
‘না’ বলিবার মহা সমারোহে “না” ঘিরিল মোরে।

এ শুণ্য পাথার, নিখিলের হাহাকার, অনন্ত পূর্ণতায়
আজ অসীম হতে শুণ্য পথেই, আসিল নিত্যময়।

‘না’ রূপে যে অনস্বিত্বে ছিল, না থাকার বেশ ধরে
আজি ‘না’ হতে সে ‘আছি’ তে মিশিল স্ববেশে স্বাকারে।

আধার হতে ফুটিল আলোক, রস হতে সুবাস বয়
দ্যুলোকের যত নিত্য প্রেম ভাসে, আধার হতে বিশ্বময়।

প্রকাশিল সকল আদি অন্তের প্রেম, এক হৃদয়ের পরে –
সেথায় সকল রূপ-গুণ আজ, ফিরে পেল আপনারে।

পূর্ণশশী বিরাজে সেই, চরণ আলোক ধারায়
সে আলোকে সঁপেছি প্রাণ, অনন্ত প্রেমের পূর্ণতায়।

রচনাকাল – 15/05/2016

সাবস্ক্রাইব করুন

More Posts