কবিতা – অভেদ মানব

লাবিব মাহফুজ

পূজারী শয়তানের!
যারা অভেদ মানব প্রেমের ধামে
তুলিলো দেয়াল বিভক্তির!
নিত্য মাঝে বন্ধন আনি
জ্বালিলো মশাল অশান্তির!
এরাই চেলা শয়তানের!

যারা মানুষ মানুষে করিলো ভেদ
পৃথক করিলো কোরান বেদ,
নিত্য অভেদ পরমেশ্বরে তারাই
হানিছে শূল অনিত্যের!
অখন্ড রে খন্ড করে
মিথ্যাচারে রয় অবিকার!

নামাজ পূজার উপাসনায়
পূজি আমরা এক আল্লার।
অপযাজক অপবিদ্যায়
বিভেদ করে ইবাদতের!
আমরা সবাই তারই সাধক
তারেই শুধু চাই সাধিবার।

মিথ্যা সকল ভ্রান্ত জ্ঞানে
হিন্দু মুসলিম বৌদ্ধ ক্রিশ্চানে,
শয়তানেরই কুমন্ত্রণায়
তুলে দেয়াল অজ্ঞানের!
প্রভূজ্ঞান যার হয়েছে হাসিল
সে জানে সব একই খোদার!

রচনাকাল – 14/10/2018

আপন খবর