সংগীত – প্রতিনিয়ত তুমি গেয়ে যাও গান

লাবিব মাহফুজ

প্রতিনিয়ত তুমি গেয়ে যাও গান
জগতের প্রতি পলে, প্রতি সুরে, প্রতি তালে
জলে, স্থলে, মরমমূলে, বাজাও নিত্য তান।
প্রতিক্ষণ, প্রতিমনে, গেয়ে যাও গান।

আধারও বিদারী তুমি হৃদয়ে জ্বালো
অমানিশা নাশি প্রাণে আরো আলো।
ঘুচে যাক ব্যাবধান, সুরেতে মাতুক প্রাণ
তব নুপুর ছন্দে উদ্বেলিত, হউক হৃদ কানন।

বাঁশরী বাজুক সদা, মোর হৃদ কমলে
আমি নাচিবো দু’বাহু তুলে যমুনার কূলে।
মৃদঙ্গ ধ্বনি শুনি, জাগিবে পরাণখানি
হে মুরলী ধারি মাতাও, মোর নিধুবন।

রচনাকাল – 08/08/2019

আপন খবর