সংগীত – হৃদয় পদ্মে হও স্থিত

লাবিব মাহফুজ

হৃদয় পদ্মে হও স্থিত অটল রূপে ভগবান
আাঁখিনীড়ে বাঁধবো তোমায়, চিন্ময় রূপে নিরঞ্জন।

আঁখিধ্যানে শ্রীরূপ তোমার, জাগিয়া রইবে নিরন্তর
আমি নিরবধি রূপ ধিয়ানে, রইবো মাতোয়ারা সর্বক্ষণ।
ঐ মোহনও মুরারী শ্রীরূপ, দাও আমারে দরশন।

তোমার যেরূপ হেরী আঁখি পানে, গুরু রূপের রূপ নয়নে
দয়াময় প্রকাশিত আমার তরে, মুর্শিদরূপে সর্বক্ষণ।
অধীন লাবিব বলে দয়াল গুরু, দীনহীনের দাও শরণ।

রচনাকাল – 17/05/2020

আপন খবর