লাবিব মাহফুজ
হৃদয় পদ্মে হও স্থিত অটল রূপে ভগবান
আাঁখিনীড়ে বাঁধবো তোমায়, চিন্ময় রূপে নিরঞ্জন।
আঁখিধ্যানে শ্রীরূপ তোমার, জাগিয়া রইবে নিরন্তর
আমি নিরবধি রূপ ধিয়ানে, রইবো মাতোয়ারা সর্বক্ষণ।
ঐ মোহনও মুরারী শ্রীরূপ, দাও আমারে দরশন।
তোমার যেরূপ হেরী আঁখি পানে, গুরু রূপের রূপ নয়নে
দয়াময় প্রকাশিত আমার তরে, মুর্শিদরূপে সর্বক্ষণ।
অধীন লাবিব বলে দয়াল গুরু, দীনহীনের দাও শরণ।
রচনাকাল – 17/05/2020