লাবিব মাহফুজ
পাইতে যদি দীনবন্ধু, সাধ থাকে গো অন্তরে
মনো প্রাণ উাজার করে ভালোবাসো তারে।
সে প্রেমের কাঙাল প্রেমের তরে, সাজায় ত্রিভূবন
প্রেমের টানে গঞ্জ হইতে, আসে তোমারী কানন।
তারে ভালোবেসে করো আপন
বসাও তোমার হৃদ পিঞ্জরে।
যদি ভালোবেসে ডাকো তারে, সে কি দুরে রইতে পারে গো
সে ভক্তির অধীন, পতিত পাবণ, ত্বরাইবে তোমারে ।
ঐ শ্রী চরণে বেন্ধে পরাণ, আপনারে করো সমর্পন
তবেই দয়াল শ্রী রূপধারী, আসবে তোমার হৃদ মাঝারে।
রচনাকাল – 07/06/2020