সংগীত – ঐ রূপের পাগল হইলাম আমি

লাবিব মাহফুজ

ঐ রূপের পাগল হইলাম আমি
যে রূপ নিশিথে হেরিলাম –
দয়াল তোর ঐ শ্যামরূপে মোর
জিবন সঁপিলাম।

দয়াল শ্রী রূপ তব রূপ মনোহর
নয়নে হেরিলাম সুন্দর –
আমি সে রূপ হেরী সকল ছাড়ী
প্রেমেতে মজিলাম।

এখন দিয়ে মোরে প্রেমও সুধা
মিটাও আমার প্রাণের ক্ষুধা –
যেন থাকে মন ঐ চরণে বাধা
এ মিনতি জানাইলাম।

রচনাকাল – 14/01/2019

আপন খবর