সংগীত – কেনো আমায় উদাসী বানাইলা

লাবিব মাহফুজ

কেনো আমায় উদাসী বানাইলা
ও বন্ধুরে –
কেনো আমায় উদাসী বানাইলা!

ছিলাম ব্রজকূলে আমি
কূলবালা লইয়া স্বামী
কেনো তুমি বাঁশরী বাজাইলা!
এখন ঘরে থাকা হইলো দায়
কেমনে আসি ওই যমুনায়
কোন ছলনায় আমারে বান্ধিলা!
ও বন্ধুরে…

শাশুড়ী ননদী বাদী
আমায় চোখে রাখে নিরবধী
কেমনে আসি কদমও তলা,
প্রাণ যায় আমার বাঁশির সুরে
ডাকে রাধার নামটি ধরে
কেমনে আমি পাশরী শ্যামকালা!
ও বন্ধুরে…

যেদিন শুনেছি শ্যামেরও বাঁশি
হইছি কূলে সর্বনাশী
কূল ত্যাজেছি সাজিয়া অবলা!
এখন না পাই যদি বঁংশীধারী
যমুনাতে ডুবে মরি
কলঙ্কিনীর নিভাই ভব জ্বালা!
ও বন্ধুরে…

রচনাকাল – 09/01/2023

আপন খবর