লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. প্রভুর প্রতি যত বেশি আসক্ত হবে, দুনিয়ার প্রতি তত বেশি অনাসক্ত হবে। বস্তুজগতের নির্লিপ্ততা জ্ঞান জগতের সুদৃঢ় অবস্থানকেই নির্দেশ করে। যদিও অভিনয় সর্বস্ব কর্মবিমুখতা ধ্বংসই ডেকে আনে।
2. আত্মজয়ী তথা সর্বজয়ীই পূর্ণানন্দের অধিকারী।
3. তুমি যত বেশি সংযত, তোমার মহামানব হওয়ার পথ ততটাই উন্মুক্ত।
4. অনুসরণ করো পূর্ণ শান্তির পথ। যে পথে কেবলই শান্তি। অকারনেই সেখানে শান্তি। উদ্দেশ্যহীন ভাবেই সেখানে শুধুই শান্তি।
5. জীবনের সবচেয়ে অপরিহার্য গুণ হলো নিজের পূর্ণতা সম্পর্কে জ্ঞাত হওয়া।
6. একমাত্র নিঃস্বার্থ আচরনের নামই প্রকৃত ভালোবাসা।
7. যদি তুমি আবদ্ধ থাকো কামনার মধ্যে তবে তুমি বন্দী এবং নিশ্চিতই খুব খারাপ জায়গায় বন্দী। সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারলেই লাভ হবে মুক্তি।
8. কামনার নিবৃত্তির ফলেই প্রজ্জলিত হয় প্রাপ্তির দীপালি।
9. কামনার যেখানে নিবৃত্তি, সেখানেই সুখের উৎপত্তি।
10. ভোগাকাঙ্খা কখনো পরিতৃপ্ত হয় না, ফলে শান্তিও আসে না। ভোগচিন্তা রহিত হলেই খুলবে শান্তির দুয়ার।
লেখক – লাবিব মাহফুজ চিশতী