আপন ফাউন্ডেশন

রাবেয়া বসরী (র) এর গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা

Date:

Share post:

সংকলক – লাবিব মাহফুজ চিশতী

জগৎবিখ্যাত মহীয়সী নারী এবং তাপসী কুলশ্রেষ্ঠা হযরত রাবেয়া বসরী (র)। প্রভুপ্রেমের এক জলন্ত উদাহরণ তিনি। সারাজীবন একনিষ্ঠ সাধনায় অতিবাহিত করেছেন প্রভুপ্রাপ্তির পথে। আমাদের আজকের আলোচনায় থাকছে মহীয়সী রাবেয়া বসরী (র) এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনাবলী, যা জানা আমাদের জন্য প্রয়োজনীয়।

1. একবার হজ্জ করার উদ্দেশ্যে মক্কার পথে রওয়ানা হয়েছেন তাপসী রাবেয়া বসরী (র)। কাবার অদূরে যেয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন, কাবা তাঁকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে। তখন রাবেয়া বসরী (র) বললেন, এ ঘর দিয়ে আমি কি করবো। আমি এ ঘরের মালিককে চাই। প্রভু তো বলেছেন, যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে আমি তাঁর দিকে এক হাত এগিয়ে যাই!

2. এক চোর একদিন চুরি করতে এলো রাবেয়া বসরী (র) এর ঘরে। রাবেয়া বসরী তখন উপাসনার পর তন্দ্রাচ্ছন্ন। চোর রাবেয়া বসরী (র) এর চাদরখানা তুলে নিয়ে চলে যেতে উদ্যত হলো। কিন্তু ঘরের দরজা কোথায়? বহু কষ্টেও সে ঘরের দরজা খুঁজে পেলো না। এমন সময় ভেসে এলো এক অলৌকিক কন্ঠস্বর! বললো, হে হতভাগা! তুমি জানো, কার ঘরে চুরি করতে এসেছো? যদিও সে নিদ্রাচ্ছন্ন, কিন্তু তাঁর প্রহরী জাগ্রত! অগ্যতা চোর চুরির ইচ্ছা পরিত্যাগ করলো এবং চাঁদর যথাস্থানে রেখে দিলো। সাথে সাথেই সে খুঁজে পেলো দরজা। চুপচার বেড়িয়ে গেলো ঘর থেকে।

3. রাবেয়া বসরী (র) বিবাহ করেন নি। স্বামী গ্রহনে তাঁর অনীহার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনটি বিষয়ে আমি খুব অনিশ্চয়তার মধ্যে আছি। যদি কেউ এগুলো দূর করতে পারে তাহলে আমি স্বামী গ্রহন করবো বা সংসারী হবো। বিষয় তিনটি হলো, ১- কেউ কি বলতে পারবে ঈমানের সাথে আমার মৃত্যু হবে কিনা? ২- রোজ হাশরের মাঠে আমার আমলনামা কোন হাতে দেয়া হবে? ৩- দুটি দল হবে সেদিন। একটি জান্নাতের, অপরটি জাহান্নামের। কেউ কি বলতে পারবে আমি কোন দলে থাকবো?

4. ভালোবাসা সম্পর্কে তিনি বলেন, প্রকৃত ভালোবাসা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত স্থায়ী হয়। এর এক ফোঁটা যে পান করেছে, সে প্রেমাস্পদ আল্লাহর সনে মিলিত হয়। আর প্রভু থেকে বাণী লাভ করে, “যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাঁকে ভালোবাসে।”

5. রাবেয়া বসরী (র) বলেন, যিনি তত্ত্বজ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তকরণ কামনা করেন। যখন তাঁকে পবিত্র অন্তকরন দেয়া হয় তখন তিনি আবার সেটি আল্লাহর কাছে ফিরিয়ে দেন। যেনো সেটি লোকচক্ষুর আড়ালে সুরক্ষিত থাকে।

6. একবার এক তত্ত্বজ্ঞানী সাধক হযরত সালেহ আমেরী (র) কথা প্রসঙ্গে বললেন, প্রভুর দরজায় অবিরাম শব্দ করতে থাকলে এক সময় তা খুলবেই। তাঁর কথা শুনে রাবেয়া বসরী (র) বললেন, যে দরজা কভু বন্ধই হয় না তা খোলার প্রশ্ন ওঠে কেনো?

7. একবার এক লোক মাথায় কাপড় বেধে আসলেন তাপসী (র) এর দরবারে। কারণ জানতে চাইলে সে বলল, মাথায় দারুণ যন্ত্রনা। রাবেয়া বসরী (র) বললেন, সারাজীবন সুস্থতার কোনো চিহ্ন ধারণ করলে না মাথায়, আর সামান্য একদিনের যন্ত্রনায় কষ্টের চিহ্ন মাথায় ধারণ করলে?

8. একবার একটানা সাতদিন উপবাস করলেন তাপসী রাবেয়া বসরী (র)। সাথে বিনিদ্র রজনী যাপন। সাতদিন পর এক লোক এক পেয়ালা খাবার দিয়ে গেলো। হঠাৎ এক বিড়াল এসে খাবারটা খেয়ে ফেললো। রাবেয়া বসরী পানি পান করতে যাবেন, এমন সময় হাত থেকে ফসকে পানির পেয়ালা মাটিতে পড়ে ভেঙে গেলো। চিৎকার দিয়ে উঠলেন রাবেয়া বসরী (র)। বললেন, ‘প্রভুগো, আপনার দাসীর সঙ্গে কেমন আচরণ শুরু করলেন?’ সঙ্গে সঙ্গে ধ্বনিত হলো আকাশবাণী : “তুমি চাইলে তোমাকে অঢেল পার্থিব প্রাচুর্য দান করতে পারি। কিন্তু সে ক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নিবো। কেননা, পার্থিব প্রাচুর্য আর প্রেমের যাতনা একই হৃদয়ে সমবেত হতে পারে না।” দূর হয়ে গেলো তাপসীর ক্ষুৎপিপাসা।

9. তাপসী রাবেয়া বসরীর প্রার্থনা : রাবেয়া বসরী (র) এর প্রার্থনা অত্যন্ত নিগুঢ়, ব্যঞ্জনাধর্মী। তিনি বলতেন, হে প্রভু, বিচার দিবসে যদি আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তবে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করে দিবো, যাতে জাহান্নাম ও আমার থেকে হাজার বছরের পথ দূরে পালিয়ে যাবে।

10. তিনি প্রার্থনা করতেন, প্রভু আমার! এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে ‍দিন। আর ঐ জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্র দের দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই। আমার জন্য আপনিই যথেষ্ট! জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি, তাহলে আমাকে জাহান্নামে ছুঁড়ে দিন। আর যদি আমি জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন। কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি, দয়া করে আমাকে আপনার চির সন্তুষ্টি দান করুন। আপনার দীদার থেকে আমি যেনো বঞ্চিত না হই।

মর্মমূল কাঁপিয়ে দেয়া প্রার্থনা ছিল তাঁর। তিনি বলতেন, প্রভু, আপনি যদি আমায় জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আর্ত চিৎকার করে বলবো, ‘আমি তো আপনাকে ভালোবাসতাম। বন্ধুর সাথে বন্ধু কি কখনো এরুপ ব্যবহার করে?” প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান – “তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে, যারা পরকালে আমার সাথে কথা বলবে।”

সংকলক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles