লাবিব মাহফুজ
শ্রাবণের জলধারা বারবার ঝড়ছে
খাল বিল ডোবা নালা পানিতে ভরছে।
বিরাম নেই জলনৃত্তের, থেমে একটু থেমে
রিমিঝিমি রিমিঝিমি যায় শুধু নেমে।
জাম গাছের ওই সবুজ পাতাটি বৃষ্টির ফোটা সয়ে
আর না পেরে এখন একটু পরেছে তাই নুয়ে।
শ্রাবনের এই দিনটাতে আলসে মায়ায়
জাগতিক কাজে ভাটা পড়েছে ধরায়।
বন্ধ ঘরে অন্ধকারে ঘুমের আয়োজন
অনুভব করলাম তখন কবিতার টান।
খাতা কলম সামনে রেখে বৃষ্টির শব্দে
হারিয়ে যাই রিমিঝিমি নৃত্তের মদে।
রচনাকাল – 09/08/2011