লেখক – লাবিব মাহফুজ চিশতী
মহান আউলিয়া হযরত ইব্রাহিম ইবনে আদহাম ইলমে মারেফতের সমুদ্রের এক মাণিক্যস্বরুপ ছিলেন। তিনি রাসুল (সা) হতে প্রাপ্ত বেলায়েতী জ্ঞানের একজন ধারক বাহক ছিলেন। চিশতীয়া তরিকার উর্ধ্বতন আউলিয়া তিনি। তাঁর নামে আদহামিয়া ঘারানা প্রচার আছে। তাঁর মূল্যবান কিছু উপদেশ পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরছি।
- যারা রিপুর দাস তারা সত্যনিষ্ঠ নয়। আর সত্যনিষ্ঠ না হলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায় না।
- আরেফগণের বৈশিষ্ট হলো তাঁরা প্রতি মূহুর্তে আল্লাহর চিন্তায় বিভোর থাকেন। আর যে কোনো বস্তু থেকে জ্ঞান আহরণ করেন।
- আল্লাহর গুণকীর্ত্তনে যারা অনলস, তাঁরাই আরেফ।
- পার্থিব জীবনে যা লাভ করা যত কষ্টকর, মৃত্যু পরবর্তী জীবনে তা তত বেশী মূল্যবান।
- প্রশংসা লোভী মানুষ কাপুরুষ।
- ইব্রাহিম ইবনে আদহাম (র) এর চার বাহন। (ক) কৃতজ্ঞতা- যখন আল্লাহ কিছু দান করেন। (খ) বিশুদ্ধ প্রেম- যখন উপসনায় গমন করেন। (গ) ধৈর্য- যখন বিপদে পতিত হন। (ঘ) তওবা- যখন কোনো পাপ করে ফেলেন।
- যে পর্যন্ত তুমি তোমার স্ত্রীকে বিধবা, সন্তানদেরকে এতিম আর তোমার বিছানাকে কবর মনে করতে না পারবে, ততক্ষন তুমি সাধক হতে পারবে না।
- আল্লাহ যা ভালোবাসে, তার পরিবর্তে অন্য কিছু ভালোবাসলেই মানুষের মনের ওপর পর্দা পরে।
- চার বস্তু বর্জন করতে হবে এবং চার বস্তু অর্জন করতে হবে। ক. ধন দৌলত বর্জন করে দাসত্ব ও ফকিরি অর্জন করতে হবে। খ. মান সম্মান বর্জন করে দীনতা অর্জন করতে হবে। গ. নিদ্রা ও আলস্য বর্জন করে কর্মতৎপরতা অর্জন করতে হবে। ঘ. অহমিকা বর্জন করে বিনয় অর্জন করতে হবে।
- যদি তুমি পাপ করতে চাও, তাহলে আল্লাহর রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাও।
একবার এক সত্যানুসন্ধানী ব্যক্তি উপদেশ প্রার্থনা করলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম (র) এর নিকট। তিনি লোকটিকে বললেন, 1.যদি তুমি কোনো পাপ করো, তাহলে আল্লাহ প্রদত্ত খাবার খাবে না। লোকটি বললো, সবই তো আল্লাহর। তিনি বললেন, তাহলে পাপ করবে না। 2.যদি তুমি পাপ করতে পাও এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ নেই বা তিনি তোমাকে দেখবেন না। লোকটি বললেন, তিনি সর্বত্র বিরাজমান। তিনি বললেন, তাহলে পাপ করবে না। 3.যখন মৃত্যুর দূত এসে যাবে, তার কাছ থেকে তওবার জন্য সময় চেয়ে নিবে। লোকটি বললো, তা তো অসম্ভব! তিনি বললেন, তাহলে এখনি তওবা করে নাও। 4.মৃত্যুর পর মুনকার নাকীর যখন প্রশ্ন করতে আসবে, তুমি তাদের তাড়িয়ে দিও। লোকটি বললেন, এটা সম্ভব নয়। তিনি বললেন, তাহলে এখনি উত্তর জেনে নাও। 5.যদি তোমাকে জাহান্নামে দেয়া হয়, তুমি বলবে, আমি যাবো না। লোকটি বললেন, তা কি করে সম্ভব? তিনি বললেন, তাহলে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করো।
প্রভুভক্তির এক অনন্য নিদর্শন হযরত ইব্রাহিম ইবনে আদহাম। একটি ঘটনা উল্লেখ করছি।
গভীর রাতে নিদ্রাচ্ছন্ন ইব্রাহিম ইবনে আদহাম। হঠাৎ দারুণ একটি স্বপ্ন দেখলেন তিনি। দেখলেন, জিব্রাইল (আ) হাতে একটি খাতা নিয়ে দাড়িয়ে আছেন। তিনি ফেরেশতা প্রধানকে প্রশ্ন করলেন, “আপনার হতে ওটা কিসের খাতা?” জিব্রাইল বললো, “আমি এতো আল্লাহর বন্ধুদের নাম লিখবো।” ইব্রাহিম ইবনে আদহাম (র) জানতে চাইলেন খাতায় তাঁর নাম টি লিখা হবে কি না। ফেরেশতা জানালেন, “আপনি আল্লাহর বন্ধু নন”। ইব্রাহিম ইবনে আদহাম হতাশ না হয়ে ফেরেশতা কে বললেন, আমি আল্লাহর বন্ধু না হলেও আল্লাহর বন্ধুগণের বন্ধু বটে! একথা শুনে ফেরেশতা কিছুক্ষণ চুপ রইলেন। পরে বললেন, “আমি আপনার নামটিই সর্বপ্রথম লিখবার নির্দেশ পেয়েছি।”
রচনাকাল – 14/10/2020
লেখক – লাবিব মাহফুজ চিশতী