আপন ফাউন্ডেশন

সংগীত – কলেমাতে পঞ্চ আলম

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

কলেমাতে পঞ্চ আলম প্রকাশ নিরন্তর
হাহুত লাহুত জবরুত মলকুত নাছুতের খবর।

তৈয়ব কলেমার পঞ্চভাগে পঞ্চ আলম রয়
পঞ্চ জনায় পঞ্চরূপে খেলছে বিশ্বময়
দেখিলে ইমান সাবেত হয়, নূরে পরোয়ার।

আলমে নাছুত লা এর মাঝে, ইলাহা মলকুত
ইল্লাতে রয় জবরুত মোকাম, আল্লাতে লাহুত
হু এর মাঝে জমা হাহুত, এরফানেরী ঘর।

পঞ্চ রাহায় পাঁচ কলেমা খবর জানো মন
জগত ব্যাপী স্তরে স্তরে পাঁচেরী গঠন
পাঁচে সাতে হইল সৃজন, লাবিবের আকার।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/05/2025

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles