আপন ফাউন্ডেশন

বাণী – মানুষ এক জীবন্ত আয়াত

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. মানুষ হলো খোদার এমন এক জীবন্ত আয়াত, যার প্রতিটি দৃষ্টিতে ঝড়ে পড়ে এক একটি গোপন ইলহাম।

2. আত্মবোধের নিষ্পন্দ কুঠরীতে গোপনে বসে রয়েছে প্রভূ। তাকে আর বাহিরে খুঁজো না।

3. আত্মা এমন এক দরোজা, যেখান দিয়ে মহাবিশ্ব মানবী অস্তিত্বে ধরা দেয়। আর প্রেম হল সেই আয়না, যেখানে আনাল হক রূপে মানবী অস্তিত্বে ধরা দেয় স্বয়ং প্রভূ।

4. রুহ জীবিত থাকে ততক্ষণ, যতক্ষন অগ্নিশিখার মতো প্রশ্নটি জ্বলতে থাকে বুকে – “আমি কে?”

5. দেহটি একটি আয়াত, হৃদয়টি এক কুরআন, রূহটি এক ফাতেহা – পড়তে থাকো।

6. যদি জানতে কে কান্না করে তোমার বুকে, তবেই বুঝতে পারতে – প্রেমময় প্রেমস্বরূপেই তোমাতে বাস করেন।

7. কিতাবের শেষ শব্দটি ইনছান – যা উচ্চারিত হয় শুধুই আশেকের ঠোটে।

8. হৃদয় মসজিদের দেহ মিনারে দাড়িয়ে প্রতিনিয়ত খুতবা দেয় রূহে কুদসী। কান পেতে শোনে কজন?

9. প্রভূর পথে যারা হারিয়ে যায়, তারাই প্রভূর ঠিকানা পায়।

10. কুন শব্দে গঠিত ইনছান। তুমি মাটি নও, হেঁটে বেড়ানো এক জীবন্ত আয়াত তুমি।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

    সাবস্ক্রাইব করুন

    More Posts

    Related articles