আপন ফাউন্ডেশন

বাণী – এক ঝলক শারাব

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. দুহাত তু্লে প্রভূর দরবারে অবিরাম প্রার্থনা না করে দুহাতে আত্মাটিকে তুলে দাও প্রভূর চরণ কমলে। তবেই হবে সর্বপ্রাপ্তি।

2. রূহের এমন দরজা আছে, যেখানে শুধু প্রেমিকরা প্রবেশ করে। দরোজাটির নাম কান্না।

3. প্রভুপ্রেমের আগুনে দগ্ধরাই জানে, দগ্ধীভূত হবার কি আনন্দ!

4. শুধু মাটির প্রতি ঝুঁকে থাকা নয়, সেজদা যখন হয় ইশকের রক্তে রঞ্জিত, প্রভু তখন সামনে এসে দাড়িয়ে যান।

5. হাদীস, কোরান বা কিতাবে নয়, আমি তাঁকে খুঁজে পেয়েছি তার না পাওয়া ব্যাথায়।

6. সৃষ্টির প্রথম পংক্তি লেখা হয়েছিল নূরের অক্ষরে, তারই রূপ হলেন মুহাম্মদ (সা)।

7. আশেকের হৃদয় হল এমন এক চন্দ্র, যা নিজে আলো দেয় না, প্রভূর নূর কে প্রতিফলিত করে অশ্রুর মত।

8. আত্মা কোনো ভাষা জানে না একমাত্র নীরবতা ব্যতীত। আর এই নীরবতার ডাকেই প্রভূ জবাব দেন।

9. খোদার দরোজার সামনে দাড়িয়ে থাকা এক প্রহরী হল আত্মা – তাকে চিনলেই চুপিসারে খুলে যাবে দরোজাটি।

10. আত্মা না চায় জান্নাত, না চায় হুর, শুধু চায় দীদারে এলাহীর এক ঝলক শারাব।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles