লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. রুহের ভাষা অখন্ড নিরবতা, যে ভাষায় সে প্রতিক্ষন কথা বলে। আমি শুধু চুপ থাকি, যেন সে নিরবতা কভূ না ভেঙ্গে যায়।
2. নিজেকে হারিয়ে যখন তুমি বলে ওঠো ইয়া হু – তখন থেকেই শুরু হয় প্রকৃত নামাজ।
3. প্রভূর দিকে হেটেছি আপন ছায়া পেছনে ফেলে, এমন পথে যে পথ কেউ বানায়নি, কেউ আঁকেনি সে পথের নকশা।
4. যে রূহে কান্না আর তাসবীহ একত্রে উচ্চারিত হয়, সে রূহই ইশকে বলে উঠেন আনাল হক।
5. আমি স্বয়ং নামাজ, খোদায়ী রহস্যে ও দীদারের মূর্তিমান নামাজ।
6. সময়ের গন্ডিতে আবদ্ধ ইবাদত আমার নয়। আমি প্রতি শ্বাসে পাই তাঁর উপস্থিতির ঘ্রাণ, আমার আত্মার মিনারে প্রতিনিয়ত উচ্চারিত হয় শব্দহীন আযান।
7. আল্লাহকে খোঁজা মানেই আত্মাকে পোড়ানো। আত্ম-পোড়া ছাইয়ের স্তুপেই লিখিত হয় ইল্লাল্লাহ।
8. যখনি আমার আমিটা মরে গেল, তখনি সে বলে উঠলো, ‘তুমি আমার’।
9. কোরান হাদিস তাফসীর বা কিতাবে তাঁকে পাইনি – তাকে পেয়েছি দগ্ধ আঁখির অবিরল অশ্রুধারে।
10. আল্লাহর প্রেমে যে পুড়ে যায়, পুড়ে পুড়ে সে হয়ে ওঠে স্বয়ং মশাল – জ্বলে ওঠে আকাশের দিকে লক্ষ আত্মার দরোজায়।
লেখক – লাবিব মাহফুজ চিশতী