লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. যে শব্দটি তোমার ভেতরে নেই, সেটিই আল্লাহর সবচেয়ে প্রিয় নাম। বাক্যের চেয়ে নিরবতা প্রভূর অধিক নিকটবর্তী।
2. আমি নামাজ পড়িনা, আমি স্বয়ং কেবলা – যেখানে রূহ সিজদায় মিশে যায় নিঃশব্দে।
3. আত্মায় জমে ওঠা কান্নার অশ্রুরাশি তাসবিহের চেয়েও বেশি পবিত্র, অশ্রুতেই আশেকের পরমপ্রাপ্তি।
4. নিজেকে রক্ষা করা নয়, নিজেকে ভেঙ্গে ফেলাই আশেকের ধর্ম, নতুন গড়ার প্রত্যয়ে।
5. প্রভুর কাছে সবচেয়ে বেশি উচ্চারিত ভাষার নাম নিরবতা। সে ভাষাতেই করো প্রার্থনা।
6. যতবার আমি নিজের নাম ভূলে গেছি, ততবার শুনেছি প্রভূ আমাকে নাম ধরে ডেকেছেন।
7. দেহ বা দুনিয়া কান্নার খবর জানে না। কারণ, কান্না দুনিয়ার নয়, সৃষ্টির পূর্বের স্মৃতি।
8. প্রভু আমাকে মসজিদ, মন্দিরে পাননি, তিনি আমাকে পেয়েছেন এমন এক রাতে, যখন আমি কাঁদছিলাম কোনো প্রার্থনা না করেই।
9. তুমি তসবিহ গুনো, আর আমি স্বয়ং তসবিহ হয়ে যাই, তি শ্বাসে আল্লাহকে মজুদ করে।
10. নামাজে যাইনি আজ – কারণ, দেহ জায়নামাজে আমি আজ নিজেই ছিলাম নামাজ, নিঃশ্বাস ছিল রুকু আর কান্না ছিল সেজদা।
লেখক – লাবিব মাহফুজ চিশতী