সংগীত – পূজাঞ্জলী সঁপিলাম ও রাঙা চরণে

লাবিব মাহফুজ

পূজাঞ্জলী সঁপিলাম ও রাঙা চরণে
আজ যমুনার ধারা সম, নয়ন বারি হতে
মুুখরিত প্রাণ তব, বন্দনায়, ক্রন্দনে –
ও রাঙা চরণে।

আমার পুষ্পবাসর তোমার আশায়
কূল পায় অকূলে তোমার কিনারায়,
ফিরিতে তোমার বাহু বন্ধনে –
ও রাঙা চরণে।

আসিল প্রাণেতে বিভব তোমার
ফুটিল শতদল, প্রেমের পারাবার,
নিধুবনে ভেসে আসা বাঁশরী সুর
হৃদয়ে জাগায় প্রেম বিরহ মধূর
দিবানিশি তব স্বরণে –
ও রাঙা চরণে।

রচনাকাল – 06/10/2018

আপন খবর