আপন ফাউন্ডেশন

Tag: ইব্রাহিম ইবনে আদহাম

মহান ওলী ইব্রাহিম আদহাম (র) এর বাণী ও উপদেশ

মহান আউলিয়া হযরত ইব্রাহিম ইবনে আদহাম ইলমে মারেফতের সমুদ্রের এক মাণিক্যস্বরুপ ছিলেন। তিনি রাসুল (সা) হতে প্রাপ্ত বেলায়েতী জ্ঞানের একজন ধারক বাহক ছিলেন।

প্রবন্ধ – ওলীত্বের পথে বিস্ময়কর জার্নি – ইব্রাহিম আদহাম

বাদশাহীর বিনিময়ে দরবেশী খরিদ করে ইব্রাহিম ইবনে আদহাম সামান্য রাজ্যের বাদশাহ থেকে পরিণত হন পরকালের বাদশাহ তে। মারেফত এর সমুদ্রে অনেক বড় নাবিক হয়ে বিলিয়ে বেড়ার মুক্তির অমিয় সুধা।