আপন ফাউন্ডেশন

Tag: প্রাণ

কবিতা – প্রাণের বাঁধন

প্রাণের এ বাধন, পারবিকি এড়াতে পারবিকি কখনো, অবহেলে মোরে ভূলে যেতে? তোর প্রতিটি ভঙ্গিমায়, প্রতিটি শ্বাস-প্রশ্বাসের নিরব দান।

কবিতা – অকূল নিমিত্ত প্রাণ

অনন্ত কাল, আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো -ডানে সপ্তসর্পিনী, বামে বিষবৃষুল কারাগার, স্থির, অদৃশ্য, ধ্যানমগ্ন আমি! মস্তক অজয় বিহার!

অনুকাব্য – প্রাণের ঈশ্বরত্ব বোধ

প্রাণ এর ঈশ্বরত্ব বোধ জাগাইতে চাও? নিজেরে ত্যাজিয়া, মন সুভাবে মাতাও। চির নিত্য পরমাত্মা প্রাপ্ত হতে হলে, দয়াময়ের স্বভাব ধরো হৃদি অন্তঃস্থলে।

বাণী – সত্ত্বার অনন্ত আলো

তোমার হৃদয়ের সৌন্দর্যের অনুপাতেই তুমি অবলোকন করবে বাহিরের সৌন্দর্য। অতএব, হৃদয় কে সুন্দর করো। নিজের প্রাণ কে সুন্দর করো